Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ভিডিপির দায়িত্ব

আনসার ভিডিপি কার্যক্রম

১।সংগঠনঃইউনিয়নে ১জন ইউনিয়ন দলনেতা পুরুষ                 মোঃআখতারুজ্জান

২।ইউনিয়নে ১জন ইউনিয়ন দলনেত্রী মহিলা                          মোছাঃ রওশনআরা বেগম

৩।ইউনিয়নে১৮টি গ্রাম,প্রতি গ্রামে ২১ জন বিশিষ্ট ১৮টিপুরুষ প্লাটুন আছে তাহা মোট সংখ্যা দাড়ায=৩৭৮ জন পুরুষ

৪। প্রতিগ্রামে ২১ জনবিশিষ্ট ১৮ টি মহিলা প্লাটুন আছে তাহলে মোট মহিলা সংখ্যা দাড়ায়= ৩৭৮ জন

৫। ইহা ছাড়া ৩২ জনবিশিষ্ট একটি আনসার প্লাটুন রহিয়াছে।

৬।২টি আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম আছে এবং ২ টি আনসার ভিডিপি রেজিষ্টারকৃত ক্লাব রহিয়াছে।

কার্যক্রমঃ

১।আনসার ভিডিপি এই প্লাটুনগুলি হইতে পর্যায়ক্রমে প্রশিক্ষনার্থী বাছাইকরে অস্ত্র চালনা ও বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষনে সমাবেশে প্রেরন করিয়া থাকি।

২।যেকোন দুর্যোগময় সমযেসহযোগিতা করিয়া থাকি।

৩।আইনশৃংখলাঃ

আনসার ভিডিপি সদস্য এবং সদস্যাগনকে আইনশৃংখলা বাহিনীকে সর্ব্বাত্বক সহযোগিতা করিয়া থাকি । ইহা ছাড়াও আনসার ভিডিপি ১০ জন সদস্যের একটি স্বেচ্ছা সেবী দল রাত্রী কালীন নিয়মিত পাহাড়া দেয়।যাহা আইন শৃংখলায় ব্যাপক ভুমিকা পালন করে থাকে।

৪।ইউনিয়ন পরিষদে কমপ্লেক্স ভবনে আনসার ভিডিপির জন্য নির্ধারিত কক্ষেপ্রতি মাসে আনসার ভিডিপি গ্রাম দলপতিও দলনেত্রীদের সমন্বয়ে একটি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায়

বিস্তারিত কার্যক্রমনিয়ে আলোচনা হয় এবং সভার সিদ্ধান্ত ও কার্যক্রমে আলোকে প্রতি  মাসে একটি প্রতিবেদন

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিকট প্র্রেরন করা হয় ।

বিশেষ ভূমিকাঃ

আনসার ভিডিপি সদস্যগণ প্রতিটি পূজা এবং জলসাসহ  বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করে থাকেন।